১। ভোটার তালিকায় নাম স্থানান্তরঃ
ক। কারো যদি এক নির্বাচনী এলাকা হতে অন্য নির্বাচনী এলাকার ভোটার এলাকা হতে অন্য নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নাম স্থানান্তরের প্রযোজন হয়।
তাহলে করনীয়ঃ ১৪ নম্বর ফরম পূরন করতে হবে এর সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ইউটিলিটি বিলের অনুলিপি/ভাড়ী ভাড়ার রশিদ/চৌকিদারী রশিদ/পৌরকর রশিদ/প্রথম শ্রেণীর কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ সদস্য প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। (উল্লেখিত ফরম অত্র কার্যালয় হতে পাওয়া যাবে)
খ। কারো যদি নির্বাচনী এলাকাসহ এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় নাম স্থানান্তরের প্রয়োজন হয়ঃ
তাহলে করনীয়ঃ১৩ নম্বর ফরম পুরন করতে হবে এর সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ইউটিলিটি বিলের অনুলিপি/ভাড়ী ভাড়ার রশিদ/চৌকিদারী রশিদ/পৌরকর রশিদ/প্রথম শ্রেণীর কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। (উল্লেখিত ফরম অত্র কার্যালয় হতে পাওয়া যাবে)
০২। কর্তন/মৃত জনিত ভোটারদের তালিকা কর্তনঃ
তাহলে করনীয়ঃ ১২ নম্বরফরম পুরন করে অত্র ফরমে তথ্যসংগ্রহকারী স্বাক্ষর ও চেয়ারম্যানের প্রত্যয়নসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। (উল্লেখিত ফরম অত্র কার্যালয় হতে পাওয়া যাবে)
০৩। নতুন ভোটার হওয়া সংক্রান্তঃ
তাহলে করনীয়ঃকারো যদি ১৮ বছর বয়স পূর্ণ হলে ভোটার তালিকা নাম অন্তভূর্তি করতে চাইলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
০৪। ভোটার তালিকা সংক্রান্ত কাজঃ
ক। কারো যদি জাতীয় পরিচপত্রটি হারিয়ে যায় অথবা কোনভাবে নষ্ট হয়ে যায়ঃ
তাহলে করনীয়ঃ দরখাস্তের মাধ্যমে থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করতে হবে, জিডির মূল (০১) কপি নিজে উপস্থিত হয়ে সাধারণ ডাইরী (জিডি) অত্রাফিসে জমা দিতে হবে এবং জমা রশিদ অফিস হতে নিতে হবে। (উল্লেখিত সাধারণ ডাইরি (জিডি) কপিটি অন্য কারো লোকের মারফত গ্রহণ যোগ নহে)
খ। কারো যদি জাতীয় পরিচয়পত্রের মধ্যে নিজ নামের ভূল, পিতার/স্বামীর নামের ভূল, বয়সের ভূল ইত্যাদি সংশোধনের প্রয়োজন হয়ঃ
তাহলে করনীয়ঃনামের ও বয়সের ভূলের ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধনপত্র নিয়ে নিজে উপস্থিত হয়ে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে হবে।
০৫। জাতীয় পরিচয়পত্রে রেজিষ্টেশন অফিসার/সহকারী রেজিষ্ট্রেশন অফিসার হিসেবে স্বাক্ষর প্রদান।
০৬। স্থানীয় সরকারের নির্বাচন পরিচালনা।
০৭। ভোটার তালিকা পরিদর্শন।
তাহলে করনীয়ঃ সংশ্লিষ্ট উপজেলায় আবেদন পত্রে ৫০ টাকার কোর্ট ফি জমা দিয়ে ভোটার তালিকা পরিদর্শন করতে পারবেন, যদি কেউ ছবি ছাড়া ভোটার তালিকা সংগ্রহ করতে চান তাহলে ১-০৬০১-০০০১-২৬৩১ কোডে নির্ধারিত খাতে ৫০০/- টাকা জমা প্রদান পূবর্ক সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে অবগতি করতে হবে। ছবিসহ ভোটার তালিকার কোন ফটোকপি ও নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমিত/নির্দেশনা ছাড়া তৈরী করা যাবে না। ছবিসহ ভোটার তালিকা শূধুমাত্র নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাগণ ব্যবহার করবেন।
০৮। নাগরিক সচেতনতামূলক কর্মসূচী তৈরী ও বাস্তবায়ন করা।
জেলা নির্বাচন অফিস, খাগড়াছড়ি হতে প্রাপ্ত ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যক্রমঃ
১। বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, খাগড়াছড়ি হতে মনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিং অফিসারদের মাঝে বিতরণ করা ।
২। জেলা নির্বাচন অফিস, খাগড়াছড়ি হতে বিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে রিটার্ণিং অফিসার ওি প্রিজাইডিং অফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করা ।
৩। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনী প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।
৪। স্বচ্ছ ব্যালট বাক্স, লিড বা ঢাকনা বিতরণ করা ।
৫। নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচন অফিস, খাগড়াছড়ি প্রেরন করা
৬। নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা
৭। নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস