পরিদর্শন সংক্রান্ত:
বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ইউনিয়ন অথবা ভোটার এলাকায় পরিদর্শন করা প্রয়োজন হয়।
ক) নতুন ভোটার : কোন ভোটার যোগ্য ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করলে তার আবেদন যথার্থ কিনা তথা তিনি রোহিঙ্গা ভোটার কিনা, ভারতীয় ভোটার কিনা কিংবা তিনি বাংলাদেশী নাগরিক কিনা যাচাইয়ের জন্য ইউনিয়ন পরিষদ, কিংবা প্রয়োজনে ভোটার এলাকা পরিদর্শন করে নিশ্চিত হয়ে থাকে ভোটার করা হবে।
খ) স্থানান্তর ভোটার: একজন ভোটার যোগ্য ব্যক্তি বাংলাদেশের যে কোন স্থানে ভোটার হতে পারে। ভোটার হিসেবে অর্ন্তভূক্ত করনের পর আর দ্বিতীয়বার ভোটার হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়বার ভোটার হলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কোন ভোটার একবার কোন স্থানে ভোটার হলে তিনি যদি অন্য কোন স্থানে ভোটারটি স্থানান্তর করা প্রয়োজন মনে করেন তাহলে তিনি ১৩ নং ফরমটি (স্থানান্তর ফরম)পূরণ পূর্বক সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসে আবেদন করলে তার ভোটারটি স্থানান্তর হয়ে যাবে।
গ) তদন্ত সংক্রান্ত: কোন নাগরিক ভোটার হিসেবে অর্ন্তভূক্ত হতে আগ্রহ প্রকাশ করলে তিনি সতি্যকার অর্থেই ভোটার যোগ্য কিনা কিংবা ভোটার হিসেবে অর্ন্তভূক্ত হওয়ার পর তার জাতীয় পরিচয়পত্রে কোন ধরনের ভুলের কারণে কোন ভোটার আবেদন করলে তা সরেজমিনে তদন্ত পূর্বক দেখা হয় প্রকৃতই তার জাতীয় পরিচয়পত্রে ভুল আছে কিনা ইত্যাদি কারণে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS